Parambrata Chattopadhyay: ‘crush ক্ষণস্থায়ী class চিরদিনের’! তৃপ্তি নয়, বিদ্যায় মুগ্ধ পরমব্রত…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টলিউডে পরমব্রত চট্টোপাধ্যায় এক অন্যতম জনপ্রিয় অভিনেতা। টলিউডের পাশাপাশি তিনি বলিউডে একাধিক ছবিতে কাজ করেছেন। এবং সমানতালে প্রশংসা কুড়িয়েছেন। বলিউডে তিনি বিদ্যা বালানের ‘কাহানি’ ছবি দিয়ে ডেবিউ দিয়েছিলেন। এরপর তিনি অনুষ্কা শর্মার সঙ্গে ‘পরী’, তৃপ্তি দিমরির সঙ্গে ‘বুলবুল’ ছবিতে অভিনয় করেছেন। সম্প্রতি পরমব্রত কলকাতায় একটি স্ক্রিন লাইভ ইভেন্টে যোগ দিয়েছেন। সেখানে তিনি ব়্যাপিড ফায়ার রাউন্ডে অংশ নিয়েছিলেন। ওই খেলাতে তাঁকে অভিনেতা-অভিনেত্রীদের প্রতিভার ভিত্তিতে ব়্যাঙ্ক দিতে বলা হয়েছিল। সেখানেই তিনি বিদ্যা বালানকে সবচেয়ে প্রতিভাবান হিসাবে…



