নতুন টায়ারের গায়ে কেন থাকে ছোট ছোট রোম? কোন কাজে লাগে সেগুলি, জেনে নিন
কলকাতা: এই পৃথিবীতে কত অদ্ভুত জিনিস থাকে। আমরা সব দিকে তাকিয়ে দেখি না। কিন্তু একটু ভাবলেই সেসব জিনিসের আশ্চর্য গড়ন আর কাজ আমাদের অবাক করে দেয়। যেমন ধরা যাক টায়ার। নতুন গাড়ির টায়ারে ছোট ছোট রোমের মতো অংশ থাকে, রবারেরই তৈরি। কেন এমন থাকে, কোন কাজে লাগে ওই রোমগুলি? এগুলি টায়ার তৈরি সময় উপজাত হিসেবে রয়েছে। এর কোনও আলাদা কার্যকারিতা নেই। যদিও এগুলি নিয়ে অনেক রকম মিথ তৈরি হয়। টায়ারের উপরে থাকা এই রোমের মতো অংশগুলির নাম ‘ভেন্ট স্পু’।…