বদলা নেওয়ার পালা! যুব এশিয়া কাপের জন্য ভারতের দল ঘোষিত, ক্যাপ্টেন আয়ূষ, কারা পেলেন সুযোগ?
মুম্বই: সিনিয়রদের এশিয়া কাপে (Asia Cup) চ্যাম্পিয়ন ভারত । রেকর্ড সংখ্যক ট্রফি জিতেছে টিম ইন্ডিয়া । যদিও সেই ট্রফি এখনও ভারতের হাতে তুলে দেননি পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তা তথা এশীয় ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভি । এর মধ্যেই ফের এক এশিয়া কাপের আসর বসছে । তবে সিনিয়র নয়, এবার পরীক্ষা জুনিয়রদের । আগামী ১২ ডিসেম্বর থেকে দুবাইয়ে শুরু হচ্ছে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ (U19 Mens Asia Cup) । ভারতের সঙ্গে সেই টুর্নামেন্টে একই গ্রুপে রয়েছে পাকিস্তানও । আগামী ১৪ ডিসেম্বর…

