Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
একসঙ্গে মিলে যাচ্ছে ওলা আর উবার? যাত্রীদের সুবিধা হবে না বিড়ম্বনা, জল্পনা তুঙ্গে
একসঙ্গে মিলে যাচ্ছে ওলা আর উবার? যাত্রীদের সুবিধা হবে না বিড়ম্বনা, জল্পনা তুঙ্গে

ওলা ও উবার, দুই অ্যাপ ক্যাব পরিষেবা নিয়েই অভিযোগের অন্ত নেই যাত্রীদের। শুরুর দিকে সাধারণ যাত্রীদের যা স্বস্তির কারণ হয়ে উঠেছিল এখন তাই বিড়ম্বনায় ফেলেছে নিত্যযাত্রীদের। এরই মধ্যে জল্পনা শোনা গিয়েছে, একসঙ্গে মিলে যাচ্ছে ভারতীয় ক্যাব এগ্রিগেটর ওলা এবং উবার টেকনোলজিস ইনকর্পোরেট! ইকোনমিক টাইমস শুক্রবার এই বিষয়টি জানালেও ওলার প্রধান কার্যনির্বাহী ভাবিশ আগরওয়াল উবারের সঙ্গে একীভূত হওয়ার জল্পনা অস্বীকার করেছেন। ভাবিশ আগরওয়াল ট্যুইট করে জানিয়েছেন, ওলা “খুব লাভজনক এবং ভালভাবেই বেড়ে উঠছে”। আমেরিকান রাইড-হেইলিং ফার্মের সঙ্গে একীভূত হওয়ার জল্পনা…

Read More