ওলা-উবের-এর ভাড়ার উৎপাতে অতিষ্ঠ? এই অ্যাপ ক্যাব ভাড়াতেও দেবে দর কষাকষির সুযোগ
কলকাতা: গণ পরিবহণের খরচ বেশ অনেকটাই বেড়েছে গত দু’বছরে। পাল্লা দিয়ে বাড়ছে ক্যাবের দামও। তবে শুধু কলকাতায় নয়। সারা ভারতের সমস্ত মেট্রো শহরেই একই পরিস্থিতি। এই মূল্য বৃদ্ধির পিছনে রয়েছে নানা কারণ— তেলের দাম বৃদ্ধি এবং ডলারের তুলনায় টাকার দর পতন ইত্যাদি। কিন্তু শুধু এটুকুই নয়। শীত, গ্রীষ্ম, বর্ষা হিসেব করে বা দিন রাতের ফারাক করে বেশ দর হাঁকে ক্যাব সংস্থাগুলি। সরকারও এ বিষয়ে তেমন কোনও জোরাল পদক্ষেপ করেনি গত কয়েক বছরে। পরিবহণ ক্ষেত্রে Ola এবং Uber দাপিয়ে বেড়াচ্ছে।…