Viral Video: ‘সহযাত্রী আমার গায়ে থুতু ফেলল’! ভারতে ট্রেন যাত্রায় অস্বস্তিকর অভিজ্ঞতা ব্রিটিশ ভ্লগারের, ভিডিও ভাইরাল
Viral Video: সম্প্রতি তাঁর একটি ভিডিও শোরগোল ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভারতে ট্রেন যাত্রার সময় ‘অপ্রীতিকর’ এবং ‘অস্বস্তিকর’ ঘটনার সম্মুখীন হয়েছেন তিনি। এমনই দাবি ভ্লগার বেনের।‘সহযাত্রী আমার গায়ে থুতু ফেলল’! ভারতে ট্রেন যাত্রায় অস্বস্তিকর অভিজ্ঞতা ব্রিটিশ ভ্লগারের, ভিডিও ভাইরাল নয়াদিল্লি: বিদেশে ঘুরতে গিয়ে ঘোরার অভিজ্ঞতা ফ্রেমবন্দি করে রাখেন বেশিরভাগজন। ঠিক তেমনই বিদেশীরাও এদেশে ঘুরতে এসে তাদের উপলব্ধি তুলে ধরেন সোশ্যাল মিডিয়ায়। তবে সম্প্রতি ইউকে থেকে ভারতে এসেছিলেন এক ভ্লগার। ভারতের সংস্কৃতি থেকে ট্রেন যাত্রা সবকিছুই ব্যাকপ্যাক বেন তুলে ধরেছিলেন…

