Alien And UFO: বিগ ব্রেকিং! এলিয়েন রয়েছে পৃথিবীতেই, এদের দেহও আছে এ-গ্রহে; জেনে নিন কোথায়…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভিনগ্রহী নিয়ে মানুষের অনন্ত কৌতূহল, অপার জিজ্ঞাসা। একদল বিশ্বাস করে এলিয়েন আছেই, আর একদল এ নিয়ে একটু দ্বিধান্বিত। আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট বা ইউএফও নিয়েও একই ব্যাপার। আছে না নেই। কেউ বলে, আছে না নেই কী মশাই! ভীষণ ভাবে আছে ইউএফও। চোখে দেখেছি যে! তো, এই ভাবেই যুগে যুগে এই দুটি জিনিস নিয়ে দ্বিধা-দ্বন্দ্ব আবার কৌতূহল-সন্দেহের বাতাবরণ। কিন্তু এই প্রেক্ষিতে মাঝে-মাঝেই এদের এমন কিছু খবর আসে যাতে তাক লেগে যায় সকলের। যেমন, এখন একটা খবর…