Unimaginable Sexual Violence: নৃশংসতম যৌনতা! লালসা-রিরংসার তুঙ্গে উঠে তরুণীকে সে বলে, ‘আমি নির্যাতন করে সঙ্গম করছি কারণ, তুমি…’
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্বে নারীর ক্ষমতায়ন নিয়ে যতই নিউজ প্রিন্ট খরচ হোক, মেয়েদের পরিস্থিতি যে-তিমিরে সেই তিমিরেই। সুদানের (Sudan) যুদ্ধ ভোগাচ্ছে সেখানকার নারীদের। বলা হচ্ছে, তাঁরা শিকার হচ্ছেন ‘বিশ্বের সবচেয়ে ভয়াবহ’ (deadly Sexual violence) যৌন হিংস্রতার এবং অন্যান্য অপরাধেরও। পরিবারেই সামনেই… সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) ২০২৩ সালের এপ্রিল থেকে রক্তক্ষয়ী সংঘাতে লিপ্ত। এই সংঘাতে এখনও পর্যন্ত হাজার-হাজার মানুষ নিহত। বাস্তুচ্যুত ১ কোটি ১০ লাখ মানুষ। ব্যাপক যৌন হিংস্রতা ঘটছে এই সংঘাতে। ঘটছে…

