লোহিত সাগরে ফের তুঙ্গে লড়াই, হুথিদের নিক্ষেপ করা ১৫ ড্রোন গুলি করে ধ্বংস আমেরিকার
নয়াদিল্লি: ইরান সমর্থিত ইয়েমেনের হুথি গোষ্ঠীর ছোড়া ১৫টি ড্রোন গুলি করে ধ্বংস করল আমেরিকা। শনিবার, লোহিত সাগর এবং আডেন উপসাগর মিলিয়ে ১৫টি ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোন নিক্ষেপ করেছিল হুথিরা। US সেন্ট্রাল কম্যান্ড বা CENTCOM এবং যৌথ বাহিনী মিলে সবকটিতেই গুলি করে ধ্বংস করেছে বলে খবর। বিশদ… প্যালেস্তাইনে ইজরায়েলি আক্রমণের প্রতিবাদে লোহিত সাগর দিয়ে যে ভেসেলগুলি যাতায়াত করে, তাদের উপর গত নভেম্বর মাস থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে শুরু করেছে হুথিরা। US সেন্ট্রাল কম্যান্ড বা CENTCOM জানায়, এদিন ভোরের আলো ফোটার…