নয়াদিল্লি: ইরান সমর্থিত ইয়েমেনের হুথি গোষ্ঠীর ছোড়া ১৫টি ড্রোন গুলি করে ধ্বংস করল আমেরিকা। শনিবার, লোহিত সাগর এবং আডেন উপসাগর মিলিয়ে ১৫টি ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোন নিক্ষেপ করেছিল হুথিরা। US সেন্ট্রাল কম্যান্ড বা CENTCOM এবং যৌথ বাহিনী মিলে সবকটিতেই গুলি করে ধ্বংস করেছে বলে খবর।
বিশদ…
প্যালেস্তাইনে ইজরায়েলি আক্রমণের প্রতিবাদে লোহিত সাগর দিয়ে যে ভেসেলগুলি যাতায়াত করে, তাদের উপর গত নভেম্বর মাস থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে শুরু করেছে হুথিরা। US সেন্ট্রাল কম্যান্ড বা CENTCOM জানায়, এদিন ভোরের আলো ফোটার আগেই বড় মাপের ড্রোন হামলা শুরু হয়। CENTCOM এবং যৌথ বাহিনীর বিশ্লেষণ অনুযায়ী, এই হামলার ফলে লোহিত সাগর এবং লাগোয়া আডেন উপসাগরে থাকা বাণিজ্যিক ভেসেল, মার্কিন নৌবাহিনী এবং যৌথ বাহিনীর জাহাজগুলির বড়সড় ক্ষতির সমূহ আশঙ্কা তৈরি হয়েছিল। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ‘এক্স’-এ সে কথা জানিয়ে তারা বলে, ‘মার্কিন নৌসেনা এবং বিমান. সঙ্গে যৌথ বাহিনীর একাধিক জাহাজ সম্মিলিত পাল্টা হামলা চালিয়ে ওই ১৫টি ড্রোন ধ্বংস করেছে। জলসীমায় নিরাপদ যাতায়াত এবং আন্তর্জাতিক জলরাশি যাতে সুরক্ষিত থাকে, তা নিশ্চিত করতেই এমন পদক্ষেপ করা হয়েছে।’
হুথিরা যা বলছে,
ইরান সমর্থিত হুথি গোষ্ঠীর মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, এদিন দুটি অভিযান করা হয়েছিল। একটির লক্ষ্য ছিল আডেন উপসাগরে দাঁড়িয়ে থাকা বাণিজ্যিক ভেসেল ‘প্রোপেল ফরচুন’। এটিকে মার্কিন জাহাজ বলে অভিহিত করেন তিনি। দ্বিতীয় অভিযানে, একাধিক মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে অন্তত ৩৭টি ড্রোন নিক্ষেপ করা হয় বলে দাবি তাঁর। যদিও যে ‘প্রোপেল ফরচুন’-কে হুথিরা মার্কিন জাহাজ বলে নিশানা করেছিল, সেটিতে সিঙ্গাপুরের পতাকা রয়েছে বলে খবর। সব মিলিয়ে হুথিদের দাবি ও মার্কিন বাহিনীর পাল্টা দাবির সত্যতা স্পষ্ট নয়। তবে দু-তরফের মধ্যে যে তীব্র উত্তেজনা রয়েছে, সে নিয়ে সন্দেহ নেই। গত ৯ জানুয়ারি, মার্কিন এবং ব্রিটিশ বাহিনী সম্মিলিত ভাবে হুথিদের নিক্ষেপ করা ১৮টি ড্রোন এবং ৩টি ক্ষেপণাস্ত্র নষ্ট করেছিল। তা ছাড়া, লোহিত সাগরের উপর থাকা ভেসেলগুলিতে যে ভাবে হামলা চলছে, তার পাল্টা হিসেবে নিয়মিত অভিযান চালাচ্ছে আমেরিকা সঙ্গে যৌথ বাহিনী। সব মিলিয়ে পশ্চিম এশিয়ার এই অংশে উত্তেজনা রয়েছেই। তাতেই কি নতুন সংযোজন হল আজ?
(Feed Source: abplive.com)