‘ইউজ অ্যান্ড ফাইল’ পদ্ধতিতে অভিনব বিমা পণ্য আসবে, তবে সাবধান হতে হবে দ্বিগুণ
ভারতীয় বিমা শিল্পের ক্ষেত্রে এবার এক বড়সড় পরিবর্তন- নতুন পরিকাঠামো আনা হচ্ছে। এর ফলে খুব শীঘ্রই, স্বাস্থ্য এবং সাধারণ বিমা কোম্পানিগুলি ভারতের বিমা নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষর পূর্বানুমতি ছাড়াই তাদের পণ্যগুলি বাজারে আনতে সক্ষম হবে৷ আপাতদৃষ্টিতে লাভ সংস্থার বলে মনে করা হলেও বিশেষজ্ঞরা বলছেন যে নতুন এই নিয়মের ফলে সংস্থাগুলো যখন খুশি আর বিমার প্রিমিয়াম বাড়াতে পারবে না! বিষয়টি ভালো করে বুঝে নেওয়া যাক এক এক করে! কোন কোন খাতে নতুন নিয়ম লাগু হবে? নতুন পরিকাঠামোয় আগুন, মোটর, সামুদ্রিকের…