Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
টাকা দেন না রানা! সক্কাল সক্কাল প্রযোজকের থেকে চেক পেয়ে কী লিখলেন ঊষসী?
টাকা দেন না রানা! সক্কাল সক্কাল প্রযোজকের থেকে চেক পেয়ে কী লিখলেন ঊষসী?

টাকা দেন না প্রযোজক রানা সরকার। টলিপাড়ায় প্রযোজক রানার এই বদনাম তো বহুদিনের। অনেকেই এখনও রানার থেকে টাকা পান বলেও দাবি করেন। তবে এরই মধ্যে রানাকে নিয়ে পর্দার জুন আন্টি অর্থাৎ অভিনেত্রী ঊষসী চক্রবর্তীর পোস্ট ঘিরে শুরু হয়েছে বিস্তর আলোচনা। কিন্তু কী এমন পোস্ট করেছেন ঊষসী? রানা সরকারের প্রযোজনায় আসছে নতুন ছবি ‘অঙ্ক কী কঠিন’। যে ছবির পরিচালনা করছেন সৌরভ পালোধি, অভিনয়ে রয়েছেন অভিনেত্রী ঊষসী চক্রবর্তী। আর সেই ছবির জন্যই অ্যাডভান্স চেক পেয়েছেন অভিনেত্রী। সক্কাল সক্কাল হাতে টাকা পেয়েই…

Read More