Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
বাণীকে জাপটে ধরে রণবীর কাপুর! কিছুতেই ছাড়বেন না! এ যেন রণবীর সিং-দীপিকা! ভাইরাল
বাণীকে জাপটে ধরে রণবীর কাপুর! কিছুতেই ছাড়বেন না! এ যেন রণবীর সিং-দীপিকা! ভাইরাল

#মুম্বই:  ২২ জুলাই মুক্তি পেতে চলেছে রণবীর কাপুর ও বাণী কাপুর অভিনীত ছবি ‘শামসেরা’। এই ছবির ট্রেলার ও গান ইতিমধ্যেই মন জয় করেছে দর্শকের। এই ছবিতে রণবীরকে ফের নতুন রূপে দেখতে পাবে দর্শক। বাণী কাপুরের সঙ্গে তাঁর জুটি ইতিমধ্যেই হিট। ভক্ত মহলে তুমুল উত্তেজনা! আর সেই উত্তেজনার খেসারত দিতে হল রণবীর ও বাণীকে। সম্প্রতি একটি ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে হয় তাঁদের। যদিও রণবীর সবটা ম্যানেজ করে নেন। সম্প্রতি ‘শামসেরা’র প্রোমোশনের জন্য রণবীর ও বাণী গিয়েছিলেন ‘ডান্স দিওয়ানে জুনিয়র’-এর সেটে।…

Read More