আইনের তোয়াক্কা না করে কোটি কোটি টাকার দুর্নীতি, মহিলা টাইকুনকে মৃত্যুদণ্ডের সাজা শোনাল ভিয়েতনাম
হানয়: ভিয়েতনামে মহিলা পুঁজিপতিকে মৃত্যুদণ্ডের সাজা শোনাল আদালত। প্রায় ১২৫০ কোটি ডলারের জালিয়াতি হয়েছে বলে অভিযোগ, যা ভিয়েতনামের GDP-র বেশ কয়েক শতাংশ। সেই মামলাতেই মৃত্যুদণ্ডের সাজা শোনানো হল Van Thinh Phat সংস্থার চেয়ারপার্সন ত্রুয়ং মি লান-কে। বৃহস্পতিবার এই রায় শোনায় আদালত, যা নজিরবিহীন সিদ্ধান্ত বলে জানাচ্ছে সেদেশের সংবাদমাধ্যম। (Truong My Lan) Van Thinh Phat ভিয়েতনামের অন্যতম বৃহত্তম রিয়েল এস্টেট সংস্থা, তার চেয়ারপার্সন ৬৭ বছর বয়সি লান। ২০২২ সালেই গ্রেফতার করা হয় তাঁকে। দেশের GDP-র প্রায় ৩ শতাংশ লান জালিয়াতি…