Vijay Deverakonda Hospitalised: আগামী সিনেমার প্রস্তুতির মাঝেই গুরুতর অসুস্থ! হাসপাতালে ভর্তি বিজয় দেবেরাকোন্ডা…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হাসপাতালে ভর্তি তেলুগু সুপারস্টার (Telugu Superstar) বিজয় দেবেরাকোন্ডা (Vijay Deverakonda)।‘এন্টারটেইনমেন্ট এএফ’ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের দাবি, ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা। সূত্রের দাবি, তিনি সম্ভবত ২০ তারিখের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পাবেন। তবে এখনও পর্যন্ত বিজয় বা তাঁর টিমের পক্ষ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। সম্প্রতি শোনা যায়, বিজয় তাঁর পরবর্তী সিনেমা “কিংডম”–এর মুক্তির প্রস্তুতিতে ব্যস্ত। গোতম তিন্নানুরি পরিচালিত এই তেলেগু স্পাই অ্যাকশন থ্রিলারটি মুক্তি পাবে ৩১ জুলাই। সিনেমাটিতে…

