Viral fake Death News: পুলিশের আওয়াজ পেতেই বেঁচে উঠল মৃত ব্যক্তি! ঘটনায় তীব্র চাঞ্চল্য, অবাক সবাই…
Viral fake Death News: মধ্যপ্রদেশের সাগর জেলার খজরা হরচন্দ গ্রামে এক ব্যক্তির হত্যার খবর ছড়িয়ে পড়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে সেখানে গিয়ে পুলিশ দেখে, মৃত ব্যক্তি আসলে জীবিত…পুলিশের আওয়াজ পেতেই বেঁচে উঠল মৃত ব্যক্তি! ঘটনায় তীব্র চাঞ্চল্য, অবাক সবাই…AI Image সাগর: মধ্যপ্রদেশের সাগর জেলায় শান্তিপূর্ণভাবে হোলি ও ভাই দুজ উৎসব উদযাপিত হওয়ার পর সন্ধ্যায় থানায় পুলিশ সদস্যরা আলোচনা করছিলেন। ঠিক তখনই থানার ইনচার্জ শশী বিশ্বকর্মার মোবাইলে একটি ফোন আসে। ফোনের অপর প্রান্ত থেকে জানানো হয়, খজরা হরচন্দ গ্রামে…

