Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
Disha Patani & Talwiinder Dating Rumors: ‘কারোর সঙ্গে শুলে শুধু HIV নয়, অভিশাপও লাগে’, দিশাকে সতর্ক করলেন তলবিন্দরের প্রাক্তন!
Disha Patani & Talwiinder Dating Rumors: ‘কারোর সঙ্গে শুলে শুধু HIV নয়, অভিশাপও লাগে’, দিশাকে সতর্ক করলেন তলবিন্দরের প্রাক্তন!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টাইগার শ্রফের সঙ্গে বিচ্ছেদের পর নতুন প্রেমিক পেয়েছেন অভিনেত্রী দিশা পাটানি (Disha Patani)? এই খবরেই সরগরম বলিউড। গত কয়েকদিন ধরে বিটাউন আর সোশ্যাল মিডিয়া জুড়ে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, কারণ একইসঙ্গে ধরা দিয়েছেন তাঁরা। তবে এবার চর্চার কেন্দ্রবিন্দুতে কেবল দিশা নন, রয়েছেন পাঞ্জাবি গায়ক তলবিন্দর সিং সিধুর প্রাক্তন প্রেমিকা সোনি কৌর। তাঁর একটি পোস্ট ঘিরে শুরু বিতর্ক। সম্প্রতি উদয়পুরের একটি রাজকীয় বিয়ের অনুষ্ঠানে দিশা পাটানি এবং তলবিন্দরকে একসঙ্গে দেখা যায়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা…

Read More