জলের নীচে টাইটানিক দর্শন, টিকিটের দাম ২কোটি, ধনকুবের-সহ আটলান্টিকে নিখোঁজ আস্ত ডুবোজাহাজ
নয়াদিল্লি: ১০০ বছর আগে তলিয়ে গিয়েছিল। মহাসাগরের নীচে পড়ে রয়েছে ধ্বংসাবশেষ। তার পরেও টাইটানিক নিয়ে আজও মেটেনি কৌতূহল। গাঁট থেকে মোটা টাকা খরচ করে সেই ধ্বংসাবশেষ চাক্ষুষ করতেও ছুটে যান মানুষ জন। টাইটানিকের ধ্বংসাবশেষকে ঘিরে গড়ে উঠেছে পৃথক পর্যটন শিল্পও। কিন্তু সেই টাইটানিক দর্শন ঘিরেই এবার বিপত্তি বাধল। পর্যটকদের নিয়ে আটলান্টিক মহাসাগরে নিখোঁজ হয়ে গেল আস্ত একটি ডুবোজাহাজ। আমেরিকা এবং কানাডা, দুই দেশ হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে সেটিকে। ওশিয়ান গেট এক্সপেডিশন নামের একটি সংস্থার তরফে এই মহাসাগরের নীচে পর্যটন…