Virat Kohli Creates History: বিশ্বরেকর্ডে বিরাট ইতিহাস কোহলির, যা করলে তা আগে কেউ পারেননি! সাধে কী জঙ্গলের রাজা
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লখনউ সুপার জায়ান্টসকে (Lucknow Super Giants) ছয় উইকেটে হারিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) হাতে চলে এসেছে এলিমিনেটর ওয়ানের টিকিট। পঞ্জাব কিংসের বিরুদ্ধে ২৯ মে চণ্ডীগড়ে হবে খেলা (PBKS vs RCB, IPL 2025 Qualifier 1)। লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে বিরাট কোহলি (Virat Kohli Creates History) বিশ্বরেকর্ড করে ফেললেন। লখনউয়ের ২২৭ রান তাড়া করে জেতে আরসিবি। ফিল সল্টের সঙ্গে ওপেন করতে নেমে ৩০ বলে ৫৪ রানের (১০টি চার) ঝকঝকে ইনিংস খেলেন বিরাট। গতবছর দেশকে…

