৬৪ থেকে ৯৮-এ! কেন্দ্রের তালিকায় ৩৪ ধাপ পড়ল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়
#কলকাতা: কেন্দ্রীয় তালিকায় এক দিকে যখন উল্লেখযোগ্য স্থান দখল করেছে কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাজ্যের অনুমোদনপ্রাপ্ত দুটি বিশ্ববিদ্যালয় উজ্জ্বল করেছে রাজ্যের মুখ, ঠিক তখনই তালিকায় বিশ্ববভারতীর স্থান পড়ল অনেকটা। এর আগে তালিকায় ৬৪ তম স্থানে ছিল বিশ্বভারতী, এ বারের তালিকায় বিশ্বভারতী নেমে গেল ৯৮ তম স্থানে। দেশের সব বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বভারতীর এই প্রভূত পতন স্বভাবতই প্রশ্ন তুলছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নিয়ে। তবে কি শিক্ষার মান পড়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে, উঠছে সেই প্রশ্ন। কেন এতটা পতন হল কেন্দ্রীয় তালিকায়, তাই নিয়ে…