জমি বিবাদে অমর্ত্যের দাবিতেই সিলমোহর আদালতের, বিশ্বভারতীর উচ্ছেদ নোটিস খারিজ
ভাস্কর মুখোপাধ্যায়, শান্তিনিকেতন: বিশ্বভারতীর সঙ্গে জমি বিবাদ মামলায় জয় পেলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। অমর্ত্যকে উচ্ছেদের নোটিস ধরিয়েছিলেন বিশ্বভারতী কর্তৃপক্ষ (Visva Bharati University)। বুধবার বিশ্বভারতীর সেই নোটিস নাকচ করল বীরভূম জেলা দায়রা আদালত। জমি বিবাদ মামলায় আদালতের রায়ে অমর্ত্যের দাবিই বৈধতা পেয়েছে বলে জানালেন তাঁর আইনজীবী। (Amartya Sen) গত বছর ১৯ এপ্রিল বিশ্বভারতীর সম্পত্তি বিভাগের আধিকারিক অশোক মাহাতর তরফে নোটিস পাঠানো হয় অমর্ত্যকে। ওই নোটিসে বলা হয়েছিল, ৬ মে-র মধ্যে পৈর্তৃক ভিটে ‘প্রতীচী’র উত্তর-পশ্চিম কোণ থেকে অতিরিক্ত ১৩ ডেসিমেল…