মোদিকে চিঠি ইউক্রেন প্রেসিডেন্টের, কী লিখলেন ?
নয়াদিল্লি : মানবিক সহায়তা চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। ভারত থেকে মেডিক্যাল সরঞ্জাম, ওষুধ সামগ্রী-সহ বিভিন্ন সাহায্য চাওয়া হয়েছে। ভারতে তিন দিনের সফরে আসা ইউক্রেনের সহকারী বিদেশমন্ত্রী এমিন ঝাপারোভা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখিকে ওই চিঠি হস্তান্তরিত করেন। ভারত-ইউক্রেন দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক স্বার্থ রয়েছে এমন আন্তর্জাতিক ইস্যুতে সমঝোতা নিয়ে উভয়ের মধ্যে আলোচনা হয়। গত বছর রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পর ইউক্রেনিয় মন্ত্রীর প্রথম সরকারি সফর এটি। এর আগে গত বছর ডিসেম্বর মাসে জেলেনস্কি…