নয়াদিল্লি : মানবিক সহায়তা চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। ভারত থেকে মেডিক্যাল সরঞ্জাম, ওষুধ সামগ্রী-সহ বিভিন্ন সাহায্য চাওয়া হয়েছে। ভারতে তিন দিনের সফরে আসা ইউক্রেনের সহকারী বিদেশমন্ত্রী এমিন ঝাপারোভা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখিকে ওই চিঠি হস্তান্তরিত করেন। ভারত-ইউক্রেন দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক স্বার্থ রয়েছে এমন আন্তর্জাতিক ইস্যুতে সমঝোতা নিয়ে উভয়ের মধ্যে আলোচনা হয়।
গত বছর রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পর ইউক্রেনিয় মন্ত্রীর প্রথম সরকারি সফর এটি। এর আগে গত বছর ডিসেম্বর মাসে জেলেনস্কি ফোনে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলেছিলেন। সেই সময় তিনি মানবিক সহায়তার জন্য মোদিকে ধন্যবাদ জানিয়েছিলেন। সেবার কথোপকথনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়েও দু’জনের মধ্যে আলোচনা হয়। মোদি তাঁকে কূটনৈতিক স্তরে সমস্যার সমাধানের কথা বলেছিলেন। শুধু তা-ই নয়, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও ফোনে কথা বলেছেন মোদি। পুতিনকে তিনি এও বলেন, এই মুহূর্তে গোটা বিশ্বে খাদ্য, সার, জ্বালানি নিরাপত্ত-সহ বিভিন্ন বিষয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। এখন যুদ্ধ করার সময় নয়।
উজবেকিস্তানে এক সম্মেলনে পৃথক আলোচনার সময়ও একই কথা পুতিনকে স্মরণ করিয়ে দিয়ে মোদি বলেন, “এই সময়টা যুদ্ধ করার জন্য নয়। এনিয়ে আপনার সঙ্গে আমি ফোনেও কথা বলেছি।’ এর উত্তরে পুতিন বলেছিলেন, তিনি ইউক্রেন যুদ্ধ নিয়ে ভারতের উদ্বেগের বিষয়টি বোঝেন। তিনি বলেন, “ইউক্রেন-দ্বন্দ্ব নিয়ে আপনার অবস্থানের বিষয়টি আমি জানি। আপনার উদ্বেগের কথাও আমি জানি। আমরা সকলেই এর যত তাড়াতাড়ি সম্ভব সমাপ্তি চাইছি।”
প্রসঙ্গত, এমিন ঝাপারোভার তিন দিনের সফরে শেষ হয়েছে গতকালই। এই সফরে তিনি মীনাক্ষী লেখির সঙ্গে আলোচনা ছাড়াও, বৈঠক করেছেন বিদেশমন্ত্রকের সচিব(পশ্চিম) সঞ্জয় বর্মার সঙ্গেও। অর্থনীতি, প্রতিরক্ষা, মানবিক সহায়তা ও পারস্পরিক স্বার্থ থাকা আন্তর্জাতিক ইস্যু নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়। এছাড়া এই মুহূর্তে ইউক্রেনের কী পরিস্থিতি তা বিদেশমন্ত্রকের সচিবকে জানান ইউক্রেনের ডেপুটি ফরেন মিনিস্টার। উভয়পক্ষ পরবর্তী পর্যায়ে কিভে নির্দিষ্ট সময়সূচি ঠিক করে বৈঠকে বসবে বলে সিদ্ধান্ত নিয়েছে। সফর চালাকালীন মনোহর পরিকর ইন্সটিটিউট অফ ডিফেন্স স্টাডিজ ঘুরে দেখেন ঝারাপোভা। ইন্ডিয়ান কাউন্সিল অফ ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে বক্তব্য রাখেন। গোটা সফরে জেলেনস্কি-মন্ত্রিসভার এই মন্ত্রী ভারত-ইউক্রেন উভয় দেশের সম্পর্ক আরও মজবুত ও ঘনিষ্ট সম্পর্ক গড়ে তোলার উপর জোর দিয়েছেন।
(Feed Source: abplive.com)