তীব্র অর্থ সঙ্কটেও হার না মানা লড়াই, সাহস আর ধৈর্য্যের হাত ধরে WBCS অফিসার সুজয়
কলকাতা: মেধা ছিল মূল হাতিয়ার। কিন্তু মাধ্যমিক স্তর থেকে একাধিকবার বাধা এসেছে সামনে। তবে ভয় নয়, বরং সাহস আর ধৈর্য্যকে সঙ্গী করে সেই সব বাধা পেরিয়ে গিয়েছেন তিনি। ভয় জয় করেই একাধিক সরকারি চাকরির পরীক্ষায় উতরে গিয়েছেন সহজে। কেমন ছিল পথটা? বাধা অতিক্রম করার মন্ত্রই বা কী? এবিপি লাইভে চড়াই-উতরাইয়ের অভিজ্ঞতা ভাগ করে নিলেন WBCS অফিসার সুজয় ভট্টাচার্য। যিনি বর্তমানে অর্থ দফতরের অধীনে ডিরেক্টরেট অব রেজিস্ট্রেশন অ্য়ান্ড স্ট্যাম্প রেভিনিউ বিভাগে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব রেভিনিউ হিসেবে কর্মরত। স্কুল স্তর থেকেই…