পুজোর মুখে সুখবর! ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে কড়কড়ে ১০ হাজার টাকা, বড় ঘোষণা মমতার
কলকাতা: সরকারের পক্ষ থেকে পড়ুয়াদের ১০ হাজার টাকা করে দেওয়া হল শিক্ষক দিবসে। ২০২১ সালে শুরু হওয়া তরুণের স্বপ্ন প্রকল্পের অধীনেই আজও আনুষ্ঠানিকভাবে এই ছাত্র সহায়ক প্রকল্পের কাজটি করা হয়। আজ ধনধান্যে অডিটোরিয়ামে শিক্ষক দিবসের অনুষ্ঠানে এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন “বাংলার উন্নয়ন নিজের চোখে দেখতে হবে। বাংলা শান্তিপূর্ণ রাজ্য।” একইসঙ্গে মমতা বলেন, “আজও আমরা ১০ হাজার টাকা করে দিয়েছি ৯ লক্ষ ৭৮ হাজার পড়ুয়াকে। আজ দিলাম দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের। খরচ হয়েছে ৯৭৮ কোটি টাকা। এই আইডিয়াটা এসেছিল…