ফের কেন্দ্রের স্বীকৃতি রাজ্যকে, রাজ্যের চার জেলা ভূমি সম্মানে সম্মানিত
কলকাতা: ভূ-মানচিত্রের নকশা থেকে জমি কেনা-বেচার ক্ষেত্রে তথ্য প্রযুক্তি নির্ভর পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্যের চার জেলাকে এবার কেন্দ্রীয় সরকার ‘ভূমি সম্মান’এ সম্মানিত করল। এই জেলাগুলি হল হাওড়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ ও নদিয়া। সারা দেশের ৭৫টি জেলাকে এই পুরষ্কার দেওয়া হচ্ছে। প্রসঙ্গত একদিকে যখন কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সময়ে কেন্দ্রের তরফে রাজ্যের এই স্বীকৃতি যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। পশ্চিমবঙ্গ ডিজিটাল ইন্ডিয়া ল্যান্ড রেকর্ড মৌজা আধুনিকীকরণে সারা দেশের মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছে। যদিও ভূ-মানচিত্রের…