কৃত্তিম বুদ্ধি দিয়েই কাজের চাপ কমাতে আগ্রহী ৮০ শতাংশ ভারতীয়
AI(কৃত্রিম বুদ্ধিমত্তা)-কে টেক্কা দিতে নতুন নতুন প্রশিক্ষণ নিন। দক্ষতা বাড়ান। কর্মী নিয়োগের ক্ষেত্রে ৯০% ক্ষেত্রেই এমন প্রার্থীদেরই অগ্রাধিকার দেওয়া হবে। মাইক্রোসফ্ট ওয়ার্ক ট্রেন্ড ইনডেক্স ২০২৩ রিপোর্টে এমনটাই বলা হয়েছে। ভারতের প্রায় ১,০০০-সহ ৩১টি দেশের মোট ৩১,০০০ কর্মীর উপর এই সমীক্ষা করা হয়েছে। গবেষণায় দেখা গিয়েছে ৭৪ শতাংশ ভারতীয় কর্মীই জানিয়েছেন, তাঁরা AI নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। তাঁরা চিন্তিত যে AI তাঁদের চাকরি খেয়ে নেবে। ‘গবেষণা দেখায় গিয়েছে ৮৩ শতাংশ ভারতীয় কর্মীই তাঁদের নিজেদের কাজের চাপ কমাতে AI দিয়েই যতটা সম্ভব…