কুয়াশায় গাড়ি চালানো ঝুঁকির কাজ, সহজ টিপস মেনে চললে এড়ানো যায় বিপদ!
টায়ারের বিশেষ যত্ন: কুয়াশার মধ্যে রাস্তায় বেরোনোর আগে টায়ারে পর্যাপ্ত ট্রেড রয়েছে কি না, আর তা সঠিক ভাবে ইনফ্লেটেড কিং না, সেটা দেখে নিতে হবে। ছোট্ট এই পদক্ষেপ ট্র্যাকশন বজায় রাখাতে সাহায্য করবে। আর কুয়াশাচ্ছন্ন, ভেজা অথবা পিচ্ছিল রাস্তাতেও গাড়ি কোনও সমস্যা ছাড়াই দৌড়বে। জোরালো ওয়াইপার্সের ব্যবহার: শীতের দিনে চারিদিক কুয়াশায় ঢেকে যাওয়ার ফলে দৃশ্যমানতা কমে যেতে থাকে। এক্ষেত্রে খারাপ উইন্ডশিল্ড সমস্যা বয়ে আনতে পারে। তাই খারাপ ওয়াইপার ব্লেড রিপ্লেস করে দিতে হবে। ফলে দৃশ্য়মানতা ঠিক থাকবে। আর দুর্ঘটনার…




