সপ্তাহে কত ঘণ্টা কাজ করে ভারতীয়রা? ৭০ না হলেও পরিসংখ্যানটা চমকে দেওয়ার মতোই
সপ্তাহে ৭০ ঘন্টা করে কাজের পরামর্শ দিয়েছেন ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মুর্তি। ৩০ বছরের কম বয়স যাদের তাদেরই এই পরামর্শ দেওয়া হয়েছে। এবার নারায়ণ মূর্তির সমর্থনে মুখ খুললেন ইনফোসিসেরই এক প্রাক্তন কর্তা। ইনফোসিসের প্রাক্তন সিএফও (চিফ ফাইনান্সিয়াল অফিসার) মোহনদাস পাই বলেন, ভারতীয়রা সপ্তাহে প্রায় ৬২ ঘন্টা কাজ করে। সারা দেশের রাজ্যভিত্তিক তথ্য বিশ্লেষণ করেই এই সময়ের কথা জানান তিনি। সম্প্রতি দেশের অগ্রগতির জন্য কমবয়সিদের কাজের উপর জোর দেন ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি। তাঁর কথায়, ৩০ বছরের কমবয়সিদের সপ্তাহে ৭০ ঘন্টা…