রিচার্জ না করলেই আপনার সিম অন্যের, সুপ্রিম-রায়ে পোয়াবারো টেলিকম অপারেটরদের
ফোন রিচার্জ করছেন না? এবার আপনার মোবাইল নম্বরই ব্যবহার করতে পারবে অন্য গ্রাহক। এক মামলায় এমনটাই রায় দিল সুপ্রিম কোর্ট। সম্প্রতি এক আইনজীবী এই সংক্রান্ত একটি মামলা দায়ের করেন দেশের শীর্ষ আদালতে। ফোন নম্বরে রিচার্জ না করলে তা যেন অন্য কোনও গ্রাহককে বিক্রি না করে সিম সংস্থা। এটাই ছিল মামলার আবেদন। আইনজীবীর যুক্তি ছিল, এমনটা হলে আগের ব্যক্তির সব তথ্যই পরেরজন পেয়ে যেতে পারেন। এই মামলার রায়েই এমনটা শুনানি দিল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে, যে কোনও…