বিশ্বের প্রথম CNG বাইক! মাত্র ১০ হাজার টাকায় ঘরে আনুন Bajaj Freedom 125
Bajaj Freedom bike- ১০ হাজার টাকায় আজকের বাজারে কী-ই বা হয়! Bajaj Freedom 125 হয়। মাত্র ১০ হাজার টাকার ডাউন পেমেন্টেই Bajaj Freedom 125 ঘরে আনতে পারবেন গ্রাহকরা। কলকাতা: বিশ্বের প্রথম সিএনজি বাইক নিয়ে এসেছে বাজাজ। টু হুইলারের দুনিয়ায় রীতিমতো সাড়া পড়ে গিয়েছে। পেট্রোল, ডিজেল কেনার ঝামেলা নেই। অনেক টাকা বাঁচছে। ফলে লঞ্চের পর থেকেই Bajaj Freedom 125-এর চাহিদা তুঙ্গে। ১০ হাজার টাকায় আজকের বাজারে কী-ই বা হয়! Bajaj Freedom 125 হয়। মাত্র ১০ হাজার টাকার ডাউন পেমেন্টেই Bajaj…