শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার, কাস্টডিতে বেধড়ক মার, অপমানে যুবকের আত্মহত্য়া
জয়ন্ত পাল ও ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার। থানায় নিয়ে গিয়ে বেধড়ক মার। অপমানে ২৪ বছর বয়সী যুবকের আত্মহত্য়ার অভিযোগ। বাগুইআটি থানা (Baguihati Police Station) এলাকার এই ঘটনায়, পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে মৃতের পরিবার। যদিও গোটা ঘটনা নিয়ে মুখে কুলুপ এঁটেছে বিধাননগর পুলিশ কমিশনারেট। প্রথমে মিথ্য়া শ্লীলতাহানির (Molestation) অভিযোগে গ্রেফতার। তারপর থানায় নিয়ে গিয়ে মারাত্মক মার। তার জেরেই অপমানে যুবকের আত্মহত্য়ার (Suicide) অভিযোগ। বাগুইআটি থানা এলাকায় ঘটনায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে মৃতের পরিবার। মৃত যুবক ঋত্বিক গুপ্ত।…