রাজ্যে শিল্পীর স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ, রোদ্দুর রায়ের মুক্তির দাবি APDR-এর
#কলকাতা: ফের এই রাজ্যে শিল্পীর স্বাধীনতা ও মত প্রকাশের অধিকারের উপর আক্রমণ করা হল! ইউটিউবার রোদ্দুর রায়ের গ্রেফতারিকে এমনটাই মনে করছে গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি (APDR)! শুধু তাই নয়, কবি ও ইউটিউবার রোদ্দুর রায়ের নিঃশর্ত মুক্তিরও দাবি তুলেছে APDR। APDR এর সাধারণ সম্পাদক রঞ্জিত শূর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, রোদ্দুর রায়ের মত প্রকাশের ভাষা নিয়ে কারও আপত্তি থাকলেও তাঁকে গ্রেফতার করা আসলে মত প্রকাশের স্বাধীনতার উপর রাষ্ট্রের আক্রমণ। রঞ্জিত শূরের কথায়, উপযুক্ত মঞ্চ ও মাধ্যমে রোদ্দুর রায়ের বিষয় ও…