মেসি ইভেন্টে যুবভারতীতে ভাঙচুরকাণ্ডে জামিন পেলেন শতদ্রু দত্ত
কলকাতা: মেসি ইভেন্টে যুবভারতীতে ভাঙচুরকাণ্ডে জামিন পেলেন শতদ্রু দত্ত। ১০ হাজার টাকা ও ২টি সিকিউরিটি বন্ডে শর্তসাপেক্ষে জামিন। জামিনের নির্দেশ বিধাননগর এসিজেএম আদালতের। মূলত ফুটবল বিশ্বের কিংবদন্তি মেসি কলকাতা সফরে এসে তিক্ত অভিজ্ঞতার সাক্ষী হন। সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামে, মেসিকে দেখতে তখন দূরদূরান্ত থেকে ভক্তরা এসেছেন। একবার চোখের দেখা তো দূরের কথা, বরং অনেক টাকা দিয়ে টিকিট কেটেও মাঠে জটলা দেখা ছাড়া তাঁদের নজরে আসেনি বলে অভিযোগ জানিয়েছিল দর্শক আসন থেকে। মাঠে সেলফির বন্যা শুরু হতেই, প্রিয় মেসিকে চোখের দেখাও…

