আসছে আর একটি অতিমারী? ফের বাদুড়ের মাধ্যমে ছড়াচ্ছে নতুন এই ভাইরাস…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আবার করোনা! না, ঠিক বলা হল না। ঠিক কোভিড নয়, একে বলা হচ্ছে নতুন এক ধরনের কোভিড-লাইক ভাইরাসের সংক্রমণ। আগামী দিনে যার সংক্রমণের জেরে মারা যেত বসেছে মানুষ ও গবাদি পশু। এটি বাহিত হবে বাদুড়দের দ্বারা। এটা দেখা যাচ্ছে দক্ষিণ চিনে। চিন ও অস্ট্রেলিয়ার একদল বিজ্ঞানী ইউনান প্রভিন্স থেকে ১৪৯টি নমুনা সংগ্রহ করেছেন। এ অঞ্চলটি লাওস ও মায়ানমার সীমান্তবর্তী। বিজ্ঞানীরা অন্তত আরও পাঁচটি এই ধরনের মারণ ভাইরাসের খোঁজ পেয়েছেন, তা আগেই জানা গিয়েছিল। এবার…