Shoaib Akhtar | Virat Kohli: এক শব্দে কোহলিকে বোঝাতে বলেছিলেন ফ্যান! আখতারের উত্তর চমকে দেবে
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শোয়েব আখতার (Shoaib Akhtar) তাঁর আসন্ন বায়োপিকের টিজার প্রকাশ করেই জানিয়ে দিয়েছেন যে, এবার তাঁর জীবন ফুটে উঠবে পর্দায়। এই ঘোষণার পরেই পাকিস্তানের প্রাক্তন কিংবদন্তি পেসার ট্যুইটারে আধ ঘণ্টার প্রশ্নোত্তর পর্বের আয়োজন করেছিলেন। সেখানেই এই ফ্যান আখতারকে বলেছিলেন এক শব্দে বিরাট কোহলির (Virat Kohli) ব্যাখ্যা দিতে। যার উত্তরে ‘রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস’ লেখেন, “লেজেন্ড অলরেডি”! বাংলায় যার তর্জমা করলে দাঁড়ায় “ইতিমধ্যেই কিংবদন্তি”। আধুনিক ক্রিকেটের ‘ব্যাটিং মায়েস্ত্রো’দের তালিকা বানাতে হলে কোহলিরনাম রাখতেই হবে। সচিন তেন্ডুলকরের পর ভারতীয়…