Indian Truecaller: ভুয়ো কলের দিন শেষ! এবার ফোন ধরার আগেই জানবেন কে ফোন করছে, আসছে ভারতের নিজস্ব কলার আইডি সিস্টেম CNAP
অজানা নম্বর থেকে ফোন এলে আর চিন্তা নেই। ট্রাই ও ডিওটির নতুন ব্যবস্থায় সেভ না থাকা নম্বর থেকেও কল এলে স্ক্রিনে ভেসে উঠবে কলারের আসল নাম। এতদিন অজানা নম্বর থেকে ফোন এলেই সন্দেহ তৈরি হতো। এবার সেই সমস্যার সমাধান। এখন থেকে ফোনে সেভ না থাকা নম্বর থেকেও কল এলে স্ক্রিনে ভেসে উঠবে কলারের আসল নাম। ফলে ফোন ধরার আগেই জানা যাবে কে কল করছে। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই) এই ব্যবস্থায় সিম কার্ড কেনার সময় গ্রাহকের দেওয়া অফিসিয়াল KYC…









