World’s Smallest Drone: দুনিয়ার সবচেয়ে ভয়ংকর অস্ত্র এটি, প্রবল শক্তিশালী শত্রুকে ধ্বংস করতে পারে অনায়াসে….
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আধুনিক দুনিয়ায় লড়াই এখন আর ফাইটার জেট, বোমা আর মিসাইলে সীমাবদ্ধ নেই। প্রথাগত লড়াইয়ের পরিবর্তে চলে এসেছে অত্যাধুনিক ড্রোন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বড় ভূমিকা নিয়েছে বিস্ফোরকভর্তি ড্রোন। তবে সবাইকে চমকে দিয়ে এবার বাজারে চলে এসেছে মাইক্রো ড্রোন। এই ড্রোন এতটাই ছোট যে তালুর মধ্যে থেকে যেতে পারে। তার পরও এটি বড় কোনও ড্রোনকে হার মানাতে পারে খুব সহজেই। কতটা ছোট এই ক্ষুদ্র আনম্যানড এরিয়েল ভেহিক্যালের(UAV) ওজন কয়েক শো গ্রাম থেকে ২ কিলোগ্রাম হতে পারে। এই…










