আইফায় নজর কাড়ার পর কি এবার রিল লাইফে জুটি বাঁধছেন শাহিদ-অনন্যা? বাড়ছে জল্পনা
Gossips lekhaka-Dipanwita bandopadhyay পাক্কা দুই বছরের করোনা কাল কাটিয়ে ফের পুরনো ছন্দে ফিরছে গোটা দেশ। ধীরে ধীরে নিউ নর্মালে ফেরার সঙ্গে সঙ্গেই ফের শুরু হয়েছে নানা অনুষ্ঠান। করোনার জন্য গত দুই বছর ধরে বন্ধ ছিল গান বা নাচের অনুষ্ঠান সহ একাধিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানও। আর সেই তালিকায় সামিল ছিল বলিউডের অন্যতম নামী তথা বৃহত্তর পুরস্কার আইফা অ্যাওয়ার্ডও। বরাবরই ভারতের বাইরে কোনও না কোনও দেশে বসে এসেছে অ্যাওয়ার্ডের আসর। যেখানে বলিউডের তাবড় সেলিব্রিটিদের উপস্থিতিতে জমে উঠেছে আইফা পুরষ্কারের অনুষ্ঠান। কিন্তু করোনার…