Pakistan Violence: WATCH | পাকিস্তানের নিজের ঘরেই এবার আগুন! পৃথক সিন্ধুদেশের দাবিতে জ্বলছে করাচি…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাকিস্তানের নিজের ঘরেই এবার আগুন! পৃথক সিন্ধুদেশের দাবিতে উত্তপ্ত করাচি। জ্বলছে করাচি। সিন্ধি কালচার ডে-র দিনে পৃথক সিন্ধুদেশের দাবিতে রাস্তায় নেমে পড়েছেন বিক্ষোভকারীরা। যার জেরেই হিংসা ছড়িয়েছে পাক ভূমে। সিন্ধ প্রদেশের স্বাধীনতা দাবি করেছেন প্রতিবাদকারীরা। প্রসঙ্গত সিন্ধি জাতীয়তাবাদী দলগুলোর এটি একটি দীর্ঘদিনের দাবি। উত্তেজনা তুঙ্গে পৌঁছায় যখন পৃথক সিন্ধুদেশের (Sindhudesh) দাবিতে বিক্ষোভ সহিংস রূপ নেয় পাকিস্তানের করাচিতে (Pakistan Karachi Violence)। বিক্ষোভকারীরা ইট-পাটকেল ছুড়তে থাকে। ভাঙচুর চালায়। পুলিসের সঙ্গে তীব্র সংঘর্ষ বাধে। মহাভারতের সূত্র অনুযায়ী,…










