Imran Khan Big Update: মৃত্যু-ই ‘নিশ্চিত’ ইমরান খানের? সরানো হচ্ছে আদিয়ালা জেল থেকে…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মৃত্যু-ই ‘নিশ্চিত’ ইমরান খানের (Imran Khan)! পাক সেনাবাহিনীর (Pak Army) বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার (treason) অভিযোগে মৃত্যুদণ্ড-ই হতে পারে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan could face death sentence)। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সরকার কারাবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে সতর্ক করেছে যে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা কোনওভাবেই উড়িয়ে দেওয়া যায় না। শরিফের উপদেষ্টা রানা সানাউল্লাহ খান পিটিআই নেতাদের সতর্ক করে বলেছেন, তাঁরা যেন এই সতর্কবার্তা হালকাভাবে না নেন। আরও হুঁশিয়ারি দিয়েছন, এটি করলে “গুরুতর পরিণতি”…


