SIR হিয়ারিং-এ জন্ম তারিখের শংসাপত্র হিসেবে জমা দেওয়া যাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, নির্দেশ সুপ্রিম কোর্টের
গতকালই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, লজিক্যাল ডিসক্রিপ্যান্সির আওতায় কোন কোন ভোটাররা পড়ছেন, সেই তালিকা প্রকাশ করতে হবে কমিশনকে৷ এসআইআর-এর শুনানিতে জন্ম তারিখের শংসাপত্র হিসেবে গৃহীত হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড৷ মঙ্গলবার এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট৷ প্রসঙ্গত গতকালই বাংলার এসআইআর মামলার শুনানি চলাকালীন অ্যাডমিট কার্ডকে প্রামাণ্য নথি হিসেবেই গ্রহণ করার কথাই পর্যবেক্ষণে জানিয়েছিল প্রধান বিচারপতির বেঞ্চ৷ প্রসঙ্গত মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে জন্ম তারিখের শংসাপত্র গ্রহণ করা যাবে না বলে রাজ্যের সিইও দফতরকে জানিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন৷ কমিশনের যুক্তি ছিল, যেহেতু দশম…








