এক অবিস্মরণীয় বছর শেষ হল, স্বপ্নপূরণের বছরশেষে ২০২৩-কে স্বাগত জানালেন মেসি

এক অবিস্মরণীয় বছর শেষ হল, স্বপ্নপূরণের বছরশেষে ২০২৩-কে স্বাগত জানালেন মেসি

বুয়েনস আইরেস: ২০২২ সাল শেষ। নতুন বছরের (Happy New Year 2023) শুরুতে উৎসবমুখর গোটা বিশ্ব। বর্ষবরণের পূর্বে এক ঐতিহাসিক ২০২২-র স্মৃতিচারণায় আর্জেন্তাইন কিংবদন্তি লিওনেল মেসি (Lionel Messi)। দিন কয়েক আগেই কাতার থেকে বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরেছেন মেসি তথা আর্জেন্তিনা দল। অতীতের একাধিক হতাশাকে পিছনে ফেলে অবশেষে মেসির স্বপ্নপূরণ হয়েছে। বিশ্বজয়ের স্মৃতিচারণ করে পরিবার তথা সকলকে অনুরাগীকে সবসময় পাশে থাকার জন্য ধন্যবাদ জানালেন মেসি।

স্বপ্নপূরণের বছর

‘এলএম১০’ নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে নিজের পরিবারের সঙ্গে একাধিক ছবি দিয়ে লেখেন, ‘এক অবিস্মরণীয় বছর শেষ হল। আজীবন যে স্বপ্নকে সত্যি করার জন্য খেটেছি, তা অবশেষে পূরণ হয়েছে। তবে আমার পরিবার, বন্ধুবান্ধবের সঙ্গে এই খুশি ভাগ করে নিতে না পারলে এর কোনও অর্থই নেই। আমি আমার অনুরাগী এবং যারা আমার ওপর সবসময় আস্থা রেখেছেন, তাদেরও ধন্যবাদ জানাতে চাই। আমি আজ যেখানে পৌঁছেছে সেখানে আমার দেশবাসী, প্যারিস, বার্সেলোনা এবং অন্যান্য একাধিক শহরের লোকেদের নিঃস্বার্থ সমর্থন ছাড়া পৌঁছনো সম্ভব ছিল না। আশা করছি ২০২৩ সালটাও সকলের ভাল কাটবে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সকলের জন্য অনেক শুভেচ্ছা রইল।’

দি মারিয়ার শুভেচ্ছাবার্তা

মেসির সতীর্থ অ্যাঙ্খেল দি মারিয়াও (Angel Di Maria) সোশ্যাল মিডিয়ায় নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। তিনিও পরিবার, পরিজনের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে লেখেন, ‘সবার জন্য শান্তি, ভালোবাসা ও সুস্বাস্থ্যময় হোক আগামী নতুন বছর। সবাইকে জানাই ২০২৩ এর অনেক অনেক শুভেচ্ছা!’

পেলের নামে গেট

পঁয়তাল্লিশ বছর আগের ঘটনা। ইডেন গার্ডেন্সে মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচ খেলেছিল নিউইয়র্ক কসমস (New York Cosmos)। যে ম্যাচের মূল আকর্ষণ ছিলেন পেলে (Pele)। ফুটবলের সম্রাটকে এক ঝলক দেখতে সেদিন কানায় কানায় ভরে গিয়েছিল ইডেন। কিংবদন্তির প্রয়াণের পর তাঁর স্মৃতিকে আজীবন ধরে রাখতে বদ্ধপরিকর সবুজ-মেরুন শিবির। তাই নেওয়া হল অভিনব উদ্যোগ। পেলের নামে গেট তৈরির সিদ্ধান্ত নিল মোহনবাগান। মোহনবাগান একমাত্র ক্লাব যাদের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচ খেলতে এসেছিলেন পেলে। মৃত্যুর পর তিনি মিলিয়ে দিলেন চিরপ্রতিদ্বন্দ্বী তিন প্রধান মোহনবাগান-ইস্টবেঙ্গল-মহমেডানকে।

ব্রাজিলের সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে কোলন ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর মৃত্যুবরণ করেন ফুটবল সম্রাট পেলে। এই খবর পৌঁছতেই ব্রাজিলের মতো কলকাতাতেও নেমে আসে শোকের ছায়া। পতাকা অর্ধনমিত রাখে মোহনবাগান। ইস্টবেঙ্গল, মহমেডানও তাদের পতাকা অর্ধনমিত রাখে। মোহনবাগান সচিব দেবাশিস দত্ত ঘোষণা করেছেন যে, তাঁরা শীঘ্রই ক্লাবের তাঁবুতে ‘পেলে গেট’ তৈরি করবেন। তিনি বলেছেন, ‘আমরা পেলে গেট তৈরি করব। কাজ তাড়াতাড়ি শুরু হবে। সাধারণ মানুষের জন্য তা খোলা থাকবে।’

(Feed Source: abplive.com)