ভারতে আসছে মারুতির নতুন মিনি SUV, ২০২৩ মাতাবে কি এই গাড়ি-ই?
#কলকাতা: ভারতের বাজারে আবার ঝড় তুলতে আসছে মারুতি সুজুকি। জানা গিয়েছে, মিনি এসএউভি-র নতুন বিশেষ সংস্করণ এস-প্রেসো চালু হতে চলেছে এদেশে। মারুতি-সুজুকি এস-প্রেসো এক্সট্রা এডিশন নামে পরিচিত এই মডেলটি অনেক কারণেই বিশেষ। যেমন এর কেবিনের ভিতরে কিছু কসমেটিক পরিবর্তন করা হয়েছে। তা ছাড়া, এতে দেওয়া হয়েছে বিশেষ স্পোর্টি ট্রিটমেন্ট, এমনই জানা গিয়েছে সংস্থার তরফে। পাশাপাশি টপ-এন্ড ভিএক্সআই ট্রিমের উপর এই গাড়ি নির্ভরশীল বলে মনে করা হচ্ছে। বহিরঙ্গেও রয়েছে বেশ কিছু নতুনত্ব। যেমন নতুন মারুতি এস-প্রেসো স্পেশাল এডিশনে ‘Xtra’ ব্যাজ…