বিরিয়ানি-কেক নয়, নববর্ষে বিশ্বজুড়ে আঙুর কেনার হিড়িক! নেপথ্যে কোন কারণ?
বর্ষবরণের রাতে অনলাইন সংস্থাগুলির মাধ্যমে বিকেল থেকেই শুরু হয়ে যায় খাবার অর্ডার। মুঠোফোনের মাধ্যমে কয়েক মিনিটের মধ্যেই খাবার পৌঁছে দেয় এই সংস্থাগুলি। নববর্ষের রাতে সব থেকে বেশি কি বিক্রি হল, তার একটি তালিকা সামনে নিয়ে এসেছে Swiggy, Instamart ও blinkit- এর মতো সংস্থাগুলি। কোনটি দেদার বিকেছে এই বছর? সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা তালিকা থেকে জানা যায়, বর্ষবরণের রাতে অনলাইন পণ্য সরবরাহ সংস্থাগুলি থেকে সব থেকে বেশি যে জিনিসটি অর্ডার করা হয়েছে, সেটি হল আঙুর। এছাড়াও বিক্রি হয়েছে কনডম, হ্যান্ডকাফ।…







