রাশিয়ায় অব্যাহত ‘পুষ্পারাজ’, মুক্তির ১ মাস পরেও ৭৭৪ প্রেক্ষাগৃহে চলছে সিনেমা

রাশিয়ায় অব্যাহত ‘পুষ্পারাজ’, মুক্তির ১ মাস পরেও ৭৭৪ প্রেক্ষাগৃহে চলছে সিনেমা

নয়াদিল্লি: ‘পুষ্পা: দ্য রাইজ’ (Pushpa: The Rise) মুক্তির এক বছর পরেও এই ছবি একের পর এক রেকর্ড ভেঙেই চলেছে। দেশের বক্স অফিসে (Indian Box Office) রাজত্ব করার পর এবার এই ছবি ঝড় তুলেছে রাশিয়াতেও (Russia)। গত মাসেই রাশিয়ায় মুক্তি পেয়েছে এই ছবি। ইতিমধ্যেই এই ছবি সেখানে ১.০২ কোটি রুবলস (1.02 Crore Rouble) আয় করে ফেলেছে।

রাশিয়ায় অব্যাহত ‘পুষ্পা’ ঝড়

ডিসেম্বর মাসে রাশিয়ায় মুক্তি পেয়েছে অল্লু অর্জুন (Allu Arjun) ও রশ্মিকা মান্দান্না (Rashmika Mandanna) অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ’-এর রুশ সংস্করণ। রাশিয়ার দর্শকদের মন জয় করে চলেছে এই ছবি। রাশিয়ার মুদ্রায় ১.০২ কোটি রুবলস আয় করেছে ইতিমধ্যেই এই ছবি। এছাড়াও সেই দেশের মোট ৭৭৪টি প্রেক্ষাগৃহে এখনও চলছে এই ছবি। প্রথমে যে কটি প্রেক্ষাগৃহে এই ছবি মুক্তি পায়, তার থেকেও একটি হলের সংখ্যাও কমেনি এখনও পর্যন্ত।

রাশিয়ায় মুক্তির তৃতীয় সপ্তাহেও ‘পুষ্পা’ ঝড় অব্যাহত। রাশিয়ায় ভারতীয় ছবির পছন্দের তালিকায় এখন এই ছবিই শীর্ষে। ৮ ডিসেম্বর মুক্তির পর এই ছবি এখন ৭৭৪টি প্রেক্ষাগৃহে দেখানো হচ্ছে। রাশিয়া সংস্করণের নিরিখে ভারতীয় ছবির মধ্যে সবচেয়ে বেশি ব্যবসা করেছে হৃত্বিক রোশন ও টাইগার শ্রফ অভিনীত ‘ওয়ার’। তার ব্যবসার পরিমাণ ছিল ১.৭ কোটি রুবলস। তবে সাম্প্রতিক ধারা অব্যাহত থাকলে, মনে করা হচ্ছে সেই রেকর্ড অচিরেই ভাঙবে ‘পুষ্পা’।

 ডিসেম্বরে মস্কো ও সেন্ট পিটার্সবার্গে উচ্ছ্বসিতল দর্শকদের উপস্থিতিতে এই ছবি মুক্তি পায়। হাজির ছিল ছবির গোটা টিম। এটি রাশিয়ায় মুক্তি পাওয়া কয়েকটি ভারতীয় চলচ্চিত্রের মধ্যে একটি এবং রাশিয়ান দর্শকদের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পেয়েছে।

(Feed Source: abplive.com)