হাওড়া স্টেশনের বাসস্ট্যান্ডে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের ধাক্কা পথচারীদের

হাওড়া স্টেশনের বাসস্ট্যান্ডে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের ধাক্কা পথচারীদের

সুনীত হালদার, হাওড়া : হাওড়া স্টেশনের বাসস্ট্যান্ডে দুর্ঘটনা (Bus Accident at Howrah Station)। আহত ২। নিয়ন্ত্রণ হারিয়ে শিয়ালদা-হাওড়া ময়দান রুটের বাস ধাক্কা। নিয়ন্ত্রণ হারিয়ে পরপর ২ টি বাসে ধাক্কা। যাতে হন আহত ২ পথচারী।

প্রত্যক্ষদর্শীদের আশঙ্কা, নিয়ন্ত্রণ হারানো বাসটি যদি সাগর থেকে পুণ্যার্থীদের ছেড়ে ফেরা সরকারি বাসে ধাক্কা না মেরে সরাসরি গঙ্গাসাগর মেলার জন্য হাওড়া স্টেশনের বাইরে থাকা ক্যাম্পে এসে ধাক্কা মারত, তাহলে ভয়াবহ আকার নিতে পারত ঘটনা। ইতিমধ্যে নিয়ন্ত্রণ হারানো বাসটিকে পুলিশ আটক করেছে। গ্রেফতার করা হয়েছে বাসের চালককে।

হাওড়া ব্রিজ থেকে নেমে হাওড়া স্টেশনের দিকে ঢুকতে বাঁকের মুখে দাঁড়িয়ে থাকা একটি সরকারি বাসের পিছনে বিকেল পৌঁনে পাঁচটা নাগাদ এসে ধাক্কা মারে বেসরকারি বাসটি। সরকারি বাসটি ধাক্কা খেয়ে এগিয়ে আরও একটি বাসকে ধাক্কা মারে। যে ঘটনায় ২ জন গুরুতর আহত হয়েছেন। একজনের পা ভেঙেছে। আহতদের হাওড়া স্টেশন থেকে নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা হাসপাতালে। যেখানে প্রাথমিক চিকিৎসার পর একজনে ছেড়ে দেওয়া হয়। আর একজন ভর্তি রয়েছেন হাসপাতালে।

হাওড়া স্টেশনের বাইরে গঙ্গাসাগর মেলার জন্য তৈরি করা হয়েছে একটি অস্থায়ী ক্যাম্প। যে ক্যাম্পে গঙ্গাসাগরের জন্য আগত পুণ্যার্থীদের জন্য সবরকম ব্যবস্থাপনার পাশাপাশি ছাড়ছে বাসও। সেখানেই পুণ্যার্থীদের এনে নামিয়ে দাঁড়িয়ে ছিল একটি সরকারি বাস। তখনই সেই বাসটির পিছনে এসে সজোরে ধাক্কা মারে বেসরকারি বাসটি। জানা যাচ্ছে, হাওড়া ব্রিজ থেকে নেমে হাওড়া স্টেশনের সামনে বাঁকের মুখে ব্রেক ফেল করে শিয়ালদা-হাওড়া ময়দান রুটের বাসটির। নিয়ন্ত্রণ হারিয়ে তা সজোরে গিয়ে সরকারি বাসটিতে ধাক্কা মারে।

ধাক্কার জেরে সরকারি বাসটি কিছুটা এগিয়ে গিয়ে সামনে দাঁড়িয়ে থাকা আরও একটি বাসে ধাক্কা মারে। তার আঘাতেই ২ জন আহত হন। একজনের পা ভাঙে। তাঁদের নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা হাসপাতালে। পুলিশ বাসটিকে আটক করার পাশাপাশি বাসচালককে গ্রেফতার করলেও আতঙ্কিত প্রত্যক্ষদর্শীদের শঙ্কা, যদি ওখানে গঙ্গাসাগর মেলার ক্যাম্পের সামনে বাসটি না দাঁড়িয়ে থাকত, তাহলে তো বাসটি এসে সরাসরি ধাক্কা মারত পথচারীদের। সেক্ষেত্রে ঘটে যেতে পারত মস্ত বড় দুর্ঘটনা।

(Feed Source: abplive.com)