ট্র্যাক বদল করার সময় বিপত্তি, লাইনচ্যুত লোকাল ট্রেন
হাওড়া: হাওড়ায় (Howrah) ঢোকার মুখে লাইনচ্যুত ট্রেন। টিকিয়াপাড়ায় লাইন থেকে ছিটকে গেল ডাউন বাগনান লোকালের বগি। ট্র্যাক বদল করার সময় লাইনচ্যুত ট্রেনের একটি বগি। ট্রেনের গতি কম থাকায় বড় দুর্ঘটনার থেকে রক্ষা। অফিস টাইমে চূড়ান্ত ভোগান্তিতে যাত্রীরা। লাইনচ্যুত লোকাল ট্রেন: আজ সকালে হাওড়া স্টেশনে (Howrah Station) ঢোকার আগে টিকিয়াপাড়া কারশেডের কাছে ট্র্যাক পরিবর্তন করার সময় ট্রেনটির ৫ নম্বর বগির ৪টি চাকা ট্র্যাক থেকে নেমে যায়। ঘটনায় রেল যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। ট্রেন থেকে নেমে হেঁটে হাওড়া স্টেশনে পৌঁছন তাঁরা।…