পথশিশুর অন্নপ্রাশন হাওড়া স্টেশনে, সাক্ষী বিহ্বল যাত্রীরাও

পথশিশুর অন্নপ্রাশন হাওড়া স্টেশনে, সাক্ষী বিহ্বল যাত্রীরাও

সুনীত হালদার, হাওড়া: পথশিশুর (streer child) অন্নপ্রাশন (rice ceremony)? শুনতে কিছুটা অবাক লাগলেও এমনই আয়োজনের সাক্ষী থাকল হাওড়া স্টেশন (Howrah Station)। রবিবার সেখানেই এক পথশিশুর অন্নপ্রাশন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যস্ততার মধ্যেও এই দৃশ্য় দেখে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে যান যাত্রীরা। চাইল্ড লাইন ও হাওড়া জিআরপি-র এই উদ্যোগকে সাধুবাদও জানান।

এমনও হয়?
মাস সাতেক আগে হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মেই পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন টুম্পা দাস। কিন্তু সেই তার জন্মের আগেই বাচ্চাটির বাবা মারা যায়। স্টেশনের চাইল্ড লাইন সংস্থা এবং হাওড়া জিআরপি আধিকারিকরা মা ও সন্তানকে নিজেদের উদ্যোগেই হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। দুজনে সুস্থ হয়ে ফিরে আসেন। আপাতত টুম্পা স্টেশনের বাইরে একটি হোটেলে কাজ করেন। তার সন্তান, গণেশ দাসকে দেখাশোনা করেন চাইল্ড লাইনের কর্মীরা। রাতে স্টেশন চত্বরেই মায়ের সঙ্গে রাত কাটায় গণেশ। সকলেরই খুব প্রিয় সে। তাঁরাই ঠিক করেন, এবার গণেশের অন্নপ্রাশন করা হবে। তার পরই রবিবার হাওড়া স্টেশনে চাউল্ড লাইনের অফিসে ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে মুখে ভাত দেওয়া হয় তার। পুরো উদ্যোগে খুশি গণেশের মা-সহ উপস্থিত অন্যান্যরা। টুম্পা বলেন,’ আমার খুব ভাল লাগছে।’ হাওড়া জিআরপি ইন্সপেক্টর সিদ্ধার্থ রায় জানান, হাওড়া স্টেশনেই এই শিশুটির জন্ম হয়। পরে মা ও ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এবার চাইল্ড লাইন এবং হাওড়া জিআরপি-র উদ্যোগে মুখে ভাত হল গণেশের। সকলেরই বক্তব্য এক। শিশুটি যেন আনন্দ থেকে বঞ্চিত না হয়। সেই ভাবনা থেকেই রবিবারের অনুষ্ঠান। আর তাতে সকলে মিলেই আনন্দ করেছেন। সামিল হয়েছেন যাত্রীরাও। অন্য দিকে, গত কালই হাওড়ায় চুরির অভিযোগে এক যুবককে গ্রেফতার করে বালি থানার পুলিশ। দুপুরে তাঁকে থানার এক ঘর অন্য ঘরে নিয়ে যাওয়ার সময় হঠাৎই পুলিশের হাত ছাড়িয়ে দৌড়ে গিয়ে গঙ্গায় ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেন চুরির অভিযোগে ধৃত যুবক। ধাওয়া করে ধরার চেষ্টাও করে পুলিশ। কিন্তু জলে নামবে কে? অসহায়ের মতো তা নিয়ে কিছুটা দোনোমোনোর মধ্যেই গঙ্গায় ঝাঁপ দিয়ে অভিযুক্তকে ধাওয়া করেন স্থানীয় একজন। তবে, ততক্ষণে চোর বাবাজি সাঁতার কেটে বেশ কিছুটা দূরে চলে গেছে এবং জোয়ারের টানে সে ধীরে ধীরে বালি ব্রিজের দিকে চলে যেতে থাকে। দীর্ঘক্ষণ সাঁতারের পর ক্লান্ত চোর একটি নৌকা আকড়ে ধরে। ঠিক সেই সময় কয়েকজন মৎস্যজীবী তাকে ধরে গঙ্গার পাড়ে দাঁড়িয়ে থাকা পুলিশের হাতে তুলে দেন।

(Feed Source: abplive.com)