সাতসকালে শহরে ছিনতাইবাজের হামলা, টাকার ব্যাগ ছিনিয়ে উধাও ৩

সাতসকালে শহরে ছিনতাইবাজের হামলা, টাকার ব্যাগ ছিনিয়ে উধাও ৩

#কলকাতা, অর্পিতা হাজরা:  সাত সকালে শহরে ছিনতাইবাজের দৌরাত্ম্য। ব্যবসায়ীর কাছ থেকে টাকা ভর্তি ব্যাগ নিয়ে উধাও মোটরবাইকে থাকা তিন দুষ্কৃতী। আলিপুর থানায় অভিযোগ দায়ের।

রবিবার ভোর ৫টা নাগাদ বাড়ি থেকে চেতলা হাট রোডের দোকান খোলার জন্য যাচ্ছিলেন আলিপুর থানা এলাকার ব্যবসায়ী গোপাল সাউ। সেই সময় তাঁর কাছে হাজার তিরিশেক টাকা ছিল বলে জানিয়েছেন গোপাল।

অভিযোগ, সেই সময়েই আচমকা পিছন থেকে একটি বাইকে আসে তিন দুষ্কৃতী। বাইকের একেবারে পিছনে বসে থাকা দুষ্কৃতী গোপালের হাত থেকে টাকার ব্যাগ ছিনতাই করে চম্পট দেয় বলে অভিযোগ। তিনজনের শরীরই শালে মোড়া ছিল বলে জানিয়েছেন গোপাল।

এরপরেই ঘটনার কথা জানিয়ে আলিপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী। থানা থেকে ওই ব্যবসায়ীকে নিয়ে ঘটনাস্থলেও যায় পুলিশ। ঘটনাস্থল ও অন্যান্য জায়গায় ঘুরে দেখা হয়। দুষ্কৃতীরা যে রাস্তা ধরে চলে গিয়েছিল সেই রাস্তা ধরেও এগোয় পুলিশ।

ঘটনার তদন্তে সিসি ক্যামেরার ফুটেজ  ও আশপাশের প্রত্যক্ষদর্শী বয়ান রেকর্ড করা হয়েছে বলে খবর। গত বছরও গোপালের দোকান থেকে প্রায় দেড় লক্ষ টাকা চুরি হয়েছিল বলে অভিযোগ করেন গোপাল সাউ। পুলিশের দাবি, ওই ব্যাবসায়ী ছিনতাইয়ের অভিযোগ করেছেন। সিসি ক্যামেরা খতিয়ে দেখা হচ্ছে। কোনও ব্যাবসায়িক শত্রুতা না কি অন্য কোনও কারণ রয়েছে? তদন্ত করছে আলিপুর থানা।

(Feed Source: news18.com)